প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২
নাটোরের বড়াইগ্রামে মাকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় মেয়েকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। গত ১৮ অক্টোবর উপজেলার গোপালপুর মাঠে মেয়ের শ্বশুর দ্বারা শ্লীলতাহানীর শিকার হন ওই নারী।
পরদিন ভুক্তভোগী নারী বাদী হয়ে মেয়ের শ্বশুরকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল রোববার মেয়েকে তালাকের নোটিশ দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম আজাহার আলী (৫০)। তিনি উপজেলার গোপালপুর পূর্বপাড়া গ্রামের মৃত আচান সরকারের ছেলে।
শ্লীলতাহানীর শিকার সেই নারী বলেন, গত ১৮ অক্টোবর ভোরে জামাইয়ের জমিতে ঢেঁড়স তুলতে যাই। সেখানে আমার মেয়ের শ্বশুর আমাকে শ্লীলতহানীর চেষ্টা করে। পরে আমি চিৎকার দিলে আমার মেয়ে এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ বিষয়ে আমি বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করলে তারা আমার মেয়েকে তালাক দেন।
আজাহার আলী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি এসব ঘটনার সঙ্গে জড়িত নই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক আবু সিদ্দিক বলেন, ‘আমি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’