প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডোবা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ফতুল্লার পিলকুনী মোল্লাবাড়ী মসজিদের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন জানান, সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার গলায় কালো রঙের দাগ আছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়। জিন্সের প্যান্ট ও নীল রঙের ফতুয়া পরা ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর।