প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২
নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে পাটের গুদাম। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শীতলক্ষ্যার কদমতলী এলাকার শারমিন জুট বেলার্সের গুদামে এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
গুদামের শ্রমিকরা জানান, সড়কের পাশের প্রথম গুদাম থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে পাশের পাঁচটি গুদামে তা ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে সাতটি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আবদুল সালাম, মহসিন কবীর, গোপাল তালুকদার ও গণেশ বাবু নামের চারজন শারমিন জুট বেলার্সের গুদাম ভাড়া নিয়ে পাট মজুত করে রপ্তানি করেন। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ তদন্তের পর বলা যাবে। মালিকপক্ষের দাবি, কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে।