১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫৫

নারায়ণগ‌ঞ্জে ছিনতাইকারী‌দের ছু‌রিকাঘা‌তে এক পোশাক শ্রমিক যুবক নিহত

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২

  • শেয়ার করুন

নারায়ণগ‌ঞ্জে ছিনতাইকারী‌দের ছু‌রিকাঘা‌তে এক পোশাক শ্রমিক যুবক নিহত হয়েছেন। আজ শ‌নিবার ভোররা‌তে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ২৫ বছর বয়সী নিহত জয়নুর রহমান জ‌নির বাড়ি কু‌ষ্টিয়া জেলার দৌলতপুর থানায়। তিনি ফতুল্লার ফেইম অ্যাপা‌রেল‌সে কাজ কর‌তেন।

 

নারায়ণগঞ্জ রেলও‌য়ে ফাঁড়ির এসআই মোখ‌লেছুর রহমান জানান, সকালে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহ‌তের স‌ঙ্গে থাকা ব‌্যাগ ও অন‌্যান‌্য জি‌নিসপত্র থেকে তার প‌রিচয় নি‌শ্চিত হওয়া গে‌ছে। ঘটনা‌টি যে‌হেতু রেল‌স্টেশন এলাকায় তাই মরদেহ রেলও‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়ে‌ছে।

 

এসআই মোখ‌লেছুর বলেন, ‘জনি ভোররাতে কুষ্টিয়া থেকে বাসে নারায়ণগঞ্জ ফিরেছিলেন। ধারণা করা হচ্ছে, বাস থে‌কে নে‌মে হেঁটে বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীরা তার পথ‌রোধ ক‌রে ছিনতাই‌য়ের চেষ্টা ক‌রে। সে সময় বাধা দিলে তা‌কে ছু‌রিকাঘাত করা হয়। ময়নাতদন্তসহ অন‌্যান‌্য আইনি কার্যক্রমের জন‌্য মরদেহটি কমলাপু‌রে জিআর‌পি থানায় পাঠিয়েছে রেল পুলিশ।’

  • শেয়ার করুন