প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২২
শনিবার বিকালে ওই গ্রামের নাজিম উদ্দিনের পুকুরে মাটি খননের সময় এটি পাওয়া যায়।
দুর্গাপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিন শনিবার দুপুরের দিকে এসকাভেটর দিয়ে নিজ পুকুরের মাটি খনন করছিলেন। এ সময় মাটির নিচ থেকে একটি মর্টারশেল উঠে আসে।
পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। মর্টারশেলটির গায়ে ১৯৫৩ সাল লেখা আছে। এ কারণে এটি অনেক পুরনো বলে ধারণা করা হচ্ছে।
এসআই হান্নান বলেন, জব্দ করা মর্টারশেলটি পুলিশ পাহারায় দেবথৈল খেলার মাঠে রাখা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পুলিশ সদর দপ্তরের বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।