৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১১

নেত্রকোনা-৪ আসনেও নির্বাচন করবেন হিরো আলম

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩

  • শেয়ার করুন

বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বগুড়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু সেই নির্বাচনগুলোতে জয়ের কাছাকাছি গিয়ে হেরে যান হিরো আলম।

এবার তাকে নিয়ে আলোচনা চলছে নেত্রকোনা-৪ আসনেও তিনি কি নির্বাচন করবেন? আর এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে বিষয়টি পরিষ্কার করেছেন হিরো আলম।

রোববার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানিয়ে হিরো আলম জানান, নেত্রকোনা-৪ আসনে তিনি এবার নির্বাচন করবেন না। তিনি ঢাকা শহরে থাকেন, ঢাকাতেই নির্বাচন করবেন।

তিনি বলেন, ‘এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। কারণ, আমি এই সরকারের অধীনে তিনটা নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম সেখান মার খেলাম, আবার এখানে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।’

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের শেষের দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলা চালায়। মারধর থেকে বাঁচতে একপর্যায়ে হিরো আলম দৌড়ে পালিয়ে যান। হামলাকারীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেয়। একপর্যায়ে তিনি বনানীর ২৩ নম্বর সড়কে গিয়ে একটি রিকশায় ওঠেন। পরে গাড়িতে করে চলে যান।

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ উপনির্বাচন হয়। নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। যদিও পরে তার ওপর হামলা ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দেন হিরো আলম। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছেন প্রায় ১৫০০ ভোট।

এদিকে গত ১১ জুলাই নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যু হয়। এরপর ১২ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

ঘোষিত তপশিল অনুযায়ী, ২৪ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই, আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত। ২ সেপ্টেম্বর ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

  • শেয়ার করুন