৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৪২

নৈশপ্রহরীর হাতে আরেক নৈশপ্রহরী খুন হয়েছেন

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক নৈশপ্রহরীর হাতে আরেক নৈশপ্রহরী খুন হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার ভোররাতে উচিতপুরা বাজারে রুস্তম আলীর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক হোসেন আলী পলাতক রয়েছেন।

 

জানা যায়, ভোররাতে কোনো কিছু নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হোসেন আলীর হাতে থাকা টর্চলাইট দিয়ে মো. হোসেনের মাথায় কয়েকটি আঘাত করেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন মো. হোসেন। গুরুতর আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

আড়াইহাজর থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন