প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শাবনুর বেগম (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তমরদ্দি ইউনিয়নের দক্ষিণ তমরদ্দি গ্রামের কামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাবনুর বেগম ওই বাড়ির রাশেদ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য শেখ নুরুজ্জামান ছুকু নিহতের শ্বশুরের পরিবারের বরাত দিয়ে জানান, শুক্রবার ভোরে শাবনুর ঘরের পাশে পুকুরে গোসল করতে যান। সেখান থেকে ফেরার পথে হঠাৎ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। পরিবারের সদস্যরা উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা করান। একপর্যায়ে সকাল ৮টার দিকে গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া তমরদ্দি পুলিশ ফাঁড়ির এসআই সৌরভ হোসেন বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবার কোনো অভিযোগ দিতে রাজি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।