প্রকাশিত: আগস্ট ১২, ২০২২
নেচে দর্শক হৃদয়ে ঝড় তোলা বলিউড সেনশেসন নোরা ফাতেহি এবার ঢাকা মাতাতে আসছেন। আগামী ডিসেম্বরের মাঝামাঝি একটি অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন তিনি। সেই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন হালের জনপ্রিয় এ আইটেম গার্ল। এরইমধ্যে তার ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
মূলত ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা। যদিও তার ঢাকায় আসার দিন-তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
জীবনের ২৩তম বসন্তে এসে তার স্বপ্নপূরণের পথের আরম্ভ। ২০১৪ সালে বলিউডে কাজ শুরু করলেও এর বছর চারেক পর ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ ছবিতে ‘দিলবার’ শিরোনামের গানে কোমড় দুলিয়ে প্রথমবার সবার নজর কাড়ের নোরা। গানটি নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল। ‘সাকি সাকি’, ‘ড্যান্স মেরি রানি’ ও ‘গারমি’সহ দর্শক মাতানো বেশ কিছু গানে পারফর্ম করেছেন তিনি।
শুধু বলিউডেই নয়, দক্ষিণী ছবিতেও দর্শক মাতাচ্ছেন নোরা। একাধারে কাজ করছেন তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দা, মিউজিক ভিডিও ও রিয়েলিটি শোতেও নিয়মিত মুখ এই মরক্কোন সুন্দরী।