প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২
মাদারীপুর সদর উপজেলার আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন এক যুবক। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদে নৌকাবাইচের সময় এ ঘটনা ঘটে।
নিখোঁজ জিসান শিকদার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা গ্রামের হায়দার শিকদারের ছেলে।
নৌকা ডুবতে দেখে উদ্ধারে ঝাঁপ দেন তারা
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাহেরচর কাতলা গ্রাম থেকে একদল যুবক খোয়াজপুরের রাজারচর এলাকায় নৌকাবাইচ দেখতে যান। তারা ভাড়া করা একটি নৌকায় ঘুরে নৌকাবাইচ দেখছিলেন। বাইচ দেখার এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান পাড়ে উঠতে পারেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
জিসানের বাবা হায়দার শিকদার বলেন, ‘একটি নৌকায় করে বন্ধুর সঙ্গে বাইচ দেকতে গিয়েছিল আমরা ছেলে। শুনেছি নৌকায় পানি ওঠে ডুবে গেছে। সবাই ওঠে এসেছে, আমার ছেলে আর ওঠতে পারেনি। আজ দুদিন হলো ছেলেকে পাইনি। প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন আমার ছেলেকে খুঁজে দেয়।’
নৌকাডুবির ঘটনা শুনেছি। উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গেছে।
মো. মনোয়ার হোসেন চৌধুরী, মাদারীপুর সদর থানার ওসি
এদিকে নৌকাডুবির খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু নানা কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নৌকাডুবির ঘটনা শুনেছি। উদ্ধারের জন্য আমাদের ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেখানে গেছে।’