৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১১:১৮

পঞ্চগড়ে কয়েকদিন ধরেই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েকদিন ধরেই তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন থাকে পুরো জেলা। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত শীত বেশি পড়ছে। ফলে সময়মতো কাজে যেতে পারছেন না শ্রমজীবী মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে ফের বাড়তে শুরু করছে শীত।

আবহাওয়া অফিস বলছে, পঞ্চগড়ে কয়েকদিন ধরেই ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। গতকাল শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা মৃদু শৈত্যপ্রবাহের আভাস বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে, তাপমাত্রা কমে যাওয়া আর হাড়কাঁপানো শীতে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোর দেখা মিললেও উষ্ণতা খুব বেশি স্থায়ী হচ্ছে না। দুপুর গড়াতেই হিমশীতল বাতাস বইতে শুরু করে। সন্ধ্যার পর শুরু হয় শীতের দাপট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়ছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে অনেকেই খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বিপাকে রয়েছেন যানবাহন চালকরাও। সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সড়কে গাড়ি চালাতে হচ্ছে তাদের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানিয়েছেন, উত্তরের হিমেল বাতাস আর কুয়াশার কারণে তাপমাত্রা ওঠানামা করছে। দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। তাপমাত্রা আরও কমে মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে বলেও জানান তিনি।

  • শেয়ার করুন