প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২
পঞ্চগড় সদরে মোটরসাইকেল থেকে পড়ে সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার সাতমেড়া ইউনিয়নের পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে অমরখানা চাওয়াই ব্রিজসংলগ্ন চেকরমারী এলাকায় এ ঘটনা ঘটে।
৫৯ বছর বয়সী তমিজুল ইসলামের বাড়ি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর গ্রামে। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কাজ করতেন।
তেঁতুলিয়া হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় তমিজুল মোটরসাইকেলে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। চেকরমারী এলাকায় ছাগলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তার রক্তক্ষরণ শুরু হয়।
স্থানীয়রা তমিজুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছে পুলিশ।