৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৫১

পবিত্র হজ পালন করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: জুন ২০, ২০২৩

  • শেয়ার করুন

পবিত্র হজ পালনে সৌদিআরবের মক্কা-মদিনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ২৩ জনে।

মঙ্গলবার (২০ জুন) মক্কা বাংলাদেশ হজ অফিস সংবাদমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় ১৯ জন এবং মদিনায় চারজনসহ ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

মৃত হজযাত্রীরা হলেন, বন্দবিলা যশোরের বাসিন্দা মো. আবদুল কুদ্দুস খান (৬৪) ও টাঙ্গাইলের ধনবাড়ির বাসিন্দা মো. আবদুল আজিজ (৬৩)।

মঙ্গলবার (২০ জুন) সকাল পর্যন্ত ১ লাখ ১ হাজার ৬০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৮০২ জন সৌদি আরবে গেছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে।

  • শেয়ার করুন