৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৪৯

পরিত্যক্ত ঘরে মিললো যুবকের লাশ

প্রকাশিত: আগস্ট ২১, ২০২২

  • শেয়ার করুন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলায় পরিত্যক্ত ঘর থেকে ইসরাফিল হোসেন রুবেল (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের কালীসাগর গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। রুবেল ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, সকালে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে লাশ পাওয়া গেছে বলে জানান। রশিদুল ইসলামের মাছের খাবার রাখার একটি পরিত্যক্ত ঘরে লাশ পাওয়া যায়।

নিহতের পরিবার জানিয়েছে, গত শুক্রবার বিকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

  • শেয়ার করুন