১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫৯

পাবনায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

পাবনায় গাড়িচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে সদরের টেবুনিয়া কৃষি ফার্ম মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন পাবনা শহরের পৌর এলাকার দিলালপুর মহল্লার ২৬ বছর বয়সী সুমন ঘোষ ও একই মহল্লার ২৭ বছর বয়সী আরিফুল ইসলাম। তারা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

 

পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ স্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের ধারণা, মোড় পার হওয়ার সময় কোনো বাস বা ট্রাক তাদের চাপা দিয়ে চলে গেছে। ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আহত আরিফুলকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

  • শেয়ার করুন