প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২
পাবনার ঈশ্বরদীতে বাঁশঝাড় থেকে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ২টার পর ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর পশ্চিমপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিন্টু প্রামাণিক নামের ৪৫ বছর বয়সী ওই ভ্যানচালকের বাড়ি সুলতানপুর পশ্চিমপাড়ায়। ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরের পর মিন্টু ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরও তিনি বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। এরপর রাত ২টার পর বাড়ির পাশের বাঁশঝাড়ে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
ওসি হাদিউল জানান, ভ্যানচালকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।