১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:২৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বার্তার জবাবে এবার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বাংলাদেশ সরকারপ্রধানকে ধন্যবাদ জানান তিনি।

টুইটে ফার্নান্দেজ লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার প্রতি আপনার দেশের মানুষের যে ভালোবাসা দেখেছি, তা বর্ণনাতীত। নীল-সাদা পতাকার পাশাপাশি আমাদের দেশে লাল-সবুজের পতাকাও উড়ছে। আসুন, এই সম্পর্ককে আরও গভীর করি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, ‘আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে, আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণ এবং বিশ্বকাপজয়ী দলকে আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

  • শেয়ার করুন