১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বুধবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বুধবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

 

প্রতিবেশী বন্ধু দেশের এই কূটনীতিক নতুন দায়িত্ব নিয়ে গত ২১ সেপ্টেম্বর ঢাকায় আসেন। গত ২৭ অক্টোবর তিনি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন।

 

প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি ভারতের ওয়াশিংটন, বেইজিং, সানফ্রান্সিসকো, হংকং ও কাঠমান্ডু মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি যুগ্ম সচিব হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া এবং পরমাণু শক্তি বিভাগে কাজ করেছেন। যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে টাটা স্টিলে কাজ করেছিলেন।

  • শেয়ার করুন