১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:১৪

প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতির সঙ্গে দেখা করেছেন সৌরভ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩

  • শেয়ার করুন

ব্যক্তিগত কাজে ২৪ ঘণ্টার জন্য বাংলাদেশে এসেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। স্বল্প সময়ের এ সফরে বিশেষ পাওয়া হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেয়েছেন তিনি। গতকাল সকাল ১১টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া ভালোবাসার কথা বলে গেলেন সৌরভ। তিনি বলেছেন, ‘আমার প্রিয় মানুষ আপনাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা), ওনার সঙ্গে দেখা করে এলাম। এমনিই কোনো কাজ নয়; ওনার দেশে আসা।’

ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর সঙ্গে ক্রিকেটার সৌরভের সাক্ষাৎ, ক্রিকেটীয় আলাপ হয়েছে নিশ্চয়ই—সৌরভ বলেন, ‘ক্রিকেট একটু হলো, বাংলাদেশ ইংল্যান্ডের সঙ্গে খেলবে, আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। উনি এত ব্যস্ত, এত উনার চাপ, বাংলাদেশের মানুষ যাতে কীভাবে ভালো থাকে, সেটা দেখেন। খেলাধুলার প্রতি উনার অনেক আগ্রহ। আমাকে বলেছিলেন, দেশে বড় বড় মাঠকে বিল্ডিং করতে বারণ করেছেন, যাতে ছেলেমেয়েরা খেলতে পারে।’

করোনা পরীক্ষা না করায় স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সঙ্গে নেননি সৌরভ। কিন্তু প্রধানমন্ত্রীর চাপে র‌্যাপিড পরীক্ষা দিয়ে পরে স্ত্রীকেও নেন তিনি। এমন স্মৃতি স্মরণে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এগুলোই মানুষের মনে থাকে। এত বড় মানুষ, ব্যস্ত মানুষ, এত হাইপ্রেশার লাইফে সেখানে থেকেও এত ছোট ছোট জিনিস যে আনন্দ দেয়, এত ছোট ছোট জিনিস যে তিনি মনে রাখেন, সেজন্য তো মানুষ এত বড় জায়গায় পৌঁছায়।’ ব্যক্তিগত সফর শেষ করে সৌরভ এখন ভারতে। প্রায় ৯ বছর পর ঢাকা সফরটা আরও একটু বেশি সময়ের হলে খুশিই হতেন তিনি।

  • শেয়ার করুন