প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় নালজির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে।
দেশটির দুর্যোগ সংস্থা শনিবার এ তথ্য দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাগিন্দানাও প্রদেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে, সুলতান কুদারাত প্রদেশে ২ জনের এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশ আরও দুজনের মৃত্যু হয়েছে।বাকি মৃত্যু হয়েছে মধ্যাঞ্চলীয় ভিসাইয়াস অঞ্চলের বিভিন্ন এলাকায়।
এসব এলাকায় আরও ১৪ জন নিখোঁজ ও ৩৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
ঝড় নালজি শনিবার স্থানীয় সময় ভোররাতে পূর্বাঞ্চলীয় কাতানদুয়ানেস প্রদেশের উপকূল দিয়ে স্থলভাগে আছড়ে পড়ে। এ সময় ঝড়টি ঘণ্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বইছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার/ঘণ্টা পর্যন্ত বাড়ছিল।
ঝড়টির প্রভাবে শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও এর নিকটবর্তী প্রদেশগুলোতে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এটি দেশটির প্রধান দ্বীপ লুজনের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে এগিয়ে যাবে বলে সর্বশেষ বুলেটিনে জানিয়েছে ফিলিপাইনের আবহাওয়া দপ্তর।
শুক্রবার তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো বন্যার পানি ও ভূমিধসে নেমে আসা ঘন কাদার স্রোতের ভেতর থেকে বহু মৃতদেহ উদ্ধার করেছে।
প্রতি বছর গড়ে ২০টির মতো ঝড় ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে যায়।