৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:১৪

ফের হাসপাতালে ভর্তি নেতানিয়াহু, বসানো হবে পেসমেকার

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩

  • শেয়ার করুন

ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে জরুরি ভিত্তিতে তার বুকে একটি পেসমেকার বসানো হচ্ছে। ওই পেসমেকার বসাতে একটি অস্ত্রোপচারের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর আলজাজিরার।

আর কিছুদিন পরেই দেশটির পার্লামেন্ট ভোট অনুষ্ঠিত হবে। তার আগেই দুই দফা হাসপাতালে ভর্তি হলেন নেতানিয়াহু। এক সপ্তাহ আগেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি।

দেশটিতে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে। এ কারণে তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। সম্প্রতি উত্তর ইসরায়েলের একটি জনপ্রিয় অবকাশস্থল ‘সি অব গ্যালিল’ হ্রদ পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে তেল আবিবের কাছে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

রোববার (২৩ জুলাই) নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৩ বছর বয়সী এই নেতাকে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হবে। তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় তার প্রধান সহকারী ও বিচার সংক্রান্ত মন্ত্রী ইয়ারিভ লেভিন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানিয়েছেন যে, তিনি বেশ ভালো অনুভব করছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পরই তিনি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

এদিকে দেশটিতে সরকার-বিরোধী বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। শনিবার রাতে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিভিন্ন সড়কে বিক্ষোভে অংশ নেয়। এছাড়া কয়েক হাজার মানুষ জেরুজালেমে মিছিল করেছে। ইসরায়েল সংসদ বা নেসেটের কাছে অস্থায়ী শিবির নির্মাণ করা হয়েছে।

বিচার বিভাগের সংস্কার নিয়ে তীব্র চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। এই সংস্কারের বিষয়ে রোববার (২৩ জুলাই) পার্লামেন্টে ভোট হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তেল হাশোমের শহরের শেবা মেডিকেল সেন্টারে তার সার্জারি হবে।

  • শেয়ার করুন