৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:০৫

বংশালে হেলে পড়েছে পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন

প্রকাশিত: জুন ৩০, ২০২৩

  • শেয়ার করুন

রাজধানীর বংশালে পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে। ভবনটিতে থাকা পুলিশ সদস্যদের এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

শুক্রবার (৩০ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির (৩১ নম্বর ওয়ার্ড) দ্বিতল ভবন হেলে পড়ে।

 

এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পরেছে। এর বাইরে কিছুই হয়নি।

 

কেউ আহত আছে কি না জানতে চাইলে বলেন, ভবনে থাকা পুলিশ সদস্যরা নিরাপদ আছেন, তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

  • শেয়ার করুন