৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:০০

বগি লাইনচ্যুত, ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ছেড়ে আসা ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ময়মসিংহের সঙ্গে চট্টগ্রাম-নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ৯টার দিকে নগরীর শম্ভুগঞ্জ রেলওয়ে ব্রিজসংলগ্ন কুড়ের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই মির্জা মোহাম্মদ মুক্তা বলেন, ট্রেনটি ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই শম্ভুগঞ্জ রেলওয়ে ব্রিজসংলগ্ন কুড়ের পাড় এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মসিংহের সঙ্গে ভৈরব-চট্টগ্রাম-নেত্রকোনা-জারিয়ার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে রিলিফ কল করা হলে উদ্ধার তৎপরতা শুরু হয়। এ সময় হাওড় এক্সপ্রেস, বলাকা কমিউটার, জারিয়া লোকালসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়লে যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং অনেকে বিকল্প পথে যাত্রা করেন।

  • শেয়ার করুন