১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ৪:৫২

বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২

  • শেয়ার করুন

বগুড়ার শেরপুরে নুসরাত জাহান মিলা (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল যমুনা পাড়ায় এ ঘটনা ঘটে।

 

নিহত নুসরাত জাহান মিলা উপজেলার ওই গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে। সে শহরের শেরপুর শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

 

নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানায়, নুসরাতের বাবা নাজিমুদ্দিন চাকরির কারণে ঢাকায় থাকেন। তার মা সুফিয়া বেগম দুইদিন আগে নাটোরে বাবার বাড়িতে বেড়াতে যান। তাই দাদির সঙ্গে একা বাড়িতে ছিলেন নুসরাত। আজ রোববার বেলা ১০টায় মিলাকে অনেক ডাকাডাকি করেন তার দাদি। তখন কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানান তিনি। পরে ঘরের দরজা ভেঙে লিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

 

শেরপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

জানা যায়, বেশ কয়েক মাস আগে নুসরাতের সঙ্গে ফেসবুকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদরের এক যুবকের পরিচয় হয়। এরপরে প্রেম এবং পরবর্তী সময়ে পরিবারকে না জানিয়ে বিয়েও করেন তারা। বেশ কিছুদিন ধরে তাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের সম্পর্কে ভাটা পরে।

  • শেয়ার করুন