প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৩
বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের দায় সরকার ও তার বিভিন্ন সংস্থার বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা কাঠের স্ট্রাকচার বলা যায়, সেটা মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে রেখে সরকার বলুন বা সরকারের যেসব সংস্থা আছে, যারা এসবের দায়িত্বে রয়েছে তারা বা সিটি করপোরেশন কেউই কিন্তু দায়িত্বটা পালন করেনি। আমরা মনে করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদাবির অভাবের কারণে এ ধরনের ভয়াবহ পরিণতির স্বীকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। মির্জা ফখরুল বলেন, সম্প্রতি জার্মান মিডিয়া ‘ডয়েচে ভেলে’ নির্মিত সোশ্যাল মিডিয়ায় র্যাবের র্যাবের ওপর একটা ডকুমেন্টারি বেরিয়েছে। এটা খুব সেনসিটিভ হওয়ার কারণে আমাদের দেশের বেশিরভাগ পত্রিকায় কোনো নিউজ করেনি, বলেওনি। এই ডকুমেন্টারি প্রমাণ করেছে, অনির্বাচিত সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে এই কাজগুলো করছে।
মির্জা ফখরুল বলেন, আমরা নওগাঁর সরকারি কর্মচারী সুলতানা জেসমিনকে বেআইনিভাবে তুলে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যায় দায়ী র্যাব কর্মকর্তা, সরকারের যুগ্ম সচিব এনামুল হকের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবু আসাদসহ অন্য সাংবাদিক ও নাগরিকদের ওপর মামলা দায়ের করে নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানের পাশাপাশি আইনটি বাতিলের দাবি জানান মহাসচিব।