৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১৯

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গতবারের চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে নবাগত ফর্টিস এফসিকে।

 

উত্তরা ফুটবল ক্লাবকে সহজে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল গতবারের চ্যাম্পিয়নরা। তবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা ফর্টিস এফসির বিরুদ্ধে বসুন্ধরা কিংস সেভাবে প্রভাব খাটিয়ে জিততে পারেনি। নিজেরা এক গোল দিয়েছে, অন্যটি হয়েছে ফর্টিসের আত্মঘাতী।

 

প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্রাজিলের মিগুয়েলের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহোর পাস থেকে গোল করেন মিগুয়েল।

 

৫১ মিনিটে বসুন্ধরা কিংসের আক্রমণ রুখতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ফর্টিসের আরিফুল ইসলাম। বসুন্ধরা কিংস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চ্যাম্পিয়নরা। আবাহনীকে রুখে দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া ফর্টিস দ্বিতীয় ম্যাচ হারের দুই ম্যাচে তাদের সংগ্রহ ১ পয়েন্ট।

  • শেয়ার করুন