৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪০

বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত চার্টার্ড লাইফ

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

গত সপ্তাহ বড় পতনের মধ্য দিয়ে পার করেছে দেশের শেয়ারবাজার। এই পতনের বাজারে সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে নতুন তালিকাভুক্ত চার্টার্ড লাইফ। গত সপ্তাহে বিনিয়োগকারীদের কাছে পছন্দের শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থান দখল করেছে এই প্রতিষ্ঠানটির শেয়ার।

 

সবশেষ সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতিদিনই চার্টার্ড লাইফের শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৯ দশমিক ৭৭ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ২৫ টাকা ৬০ পয়সা।

 

শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি গত ৩০ অক্টোবর থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে। লেনদেনের প্রথমদিন থেকে এখনো পর্যন্ত প্রতি কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে।

 

ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে খরচ করতে ১৫ কোটি টাকা উত্তোলন করেছে চার্টার্ড লাইফ। এ জন্য আইপিওতে কোম্পানিটি ১০ টাকা করে এক কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করেছে। আইপিওতে আনতে কোম্পানিটিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) আইন পরিপালনের স্বার্থে পাবলিক ইস্যু রুলস ২০১৫-এর রুল ৩(২) (পি) থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

এদিকে, শেয়ার দাম বাড়ার পরও বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৮ লাখ ৩৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে এক লাখ ৬৭ হাজার টাকা।

 

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে ছিলো মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি। গত সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ। এর পরের স্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ।

 

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা আমরা নেটওয়ার্কের ৭ দশমিক ১৬ শতাংশ দাম বেড়েছে। ই-জেনারেশনের ৭ দশমিক ১২ শতাংশ, সি পার্ল বিচ রিসোর্টের ৬ দশমিক শূন্য ২ শতাংশ, মুন্নু সিরামিকের ৫ দশমিক ৯৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ৪ দশমিক ৯৬ শতাংশ, বাটা সু ৪ দশমিক ২৪ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়েছে।

  • শেয়ার করুন