২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:৪৮

বাসের ধাক্কায় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী নিহত

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২

  • শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে বিরামপুর ফায়ার সার্ভিস সংলগ্ন বেলডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন দিনাজপুর রেল কলোনি ভবনের ২৭ বছর বয়সী সোহেল রানা এবং সিপাহিপাড়ার নিমনগর বালুবাড়ি এলাকার সেলিনা বেগম।

 

বিরামপুর থানার এসআই বাবুল ইসলাম জানান, দিনাজপুর থেকে সোহেল ও সেলিমা মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। সে সময় নওগাঁ জেলার সাপাহার থেকে বিআরটিসির একটি বাস বিরামপুরের দিকে আসছিল। বেলডাঙ্গায় এলাকায় বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

 

এসআই জানান, মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। বিআরটিসি বাসটি জব্দ করে ফুলবাড়ী থানায় নেওয়া হয়েছে।

  • শেয়ার করুন