৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:০৬

বিএনপি এখন দেশের অর্থনীতি ধ্বংস করার ফন্দি আঁটছে: কাদের

প্রকাশিত: মে ৭, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির জন্য নয়, তাদের আন্দোলনের রূপরেখা ষড়যন্ত্রের দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দেশের অর্থনীতি ধ্বংস করার ফন্দি আঁটছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

বৈশ্বিক সংকটের মধ্যে দেশের বাজেট সহযোগিতার জন্য বিদেশ থেকে বিশাল অর্থ সহায়তা আনার সফরকে কটাক্ষ করায় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার উন্নয়ন-অর্জন যাদের সহ্য হয় না, বিপুল উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা হিংসা করে, তারা শেখ হাসিনার বিদেশ সফরকে কটাক্ষ করছে। অথচ প্রধানমন্ত্রীর সৃষ্টিশীল নেতৃত্বের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের প্রধান, প্রশংসা করেছেন আইএমএফের প্রধান। আইএমএফ প্রধান বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছেন। এটা আমাদের অনেক বড় পাওয়া। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত।

সিটি নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলটির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) বলছে নির্বাচন করবে না। কিন্তু ঘোমটা পরে নির্বাচন করবে। কীভাবে? স্বতন্ত্র মার্কা নির্বাচন। ২৪ জন দাঁড়িয়ে গেছে কাউন্সিলর। মেয়র পদেও দাঁড়িয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, দৃশ্যমান কিছুই নেই বিএনপির যে, তারা জনগণকে বলবে আমাদের ভোট দিন আমরা এই এই করেছি। তাদের আছে যা, সেটা হচ্ছে ধ্বংস। চুরি, দুর্নীতি, লুটপাট, আগুন সন্ত্রাস। আর কোনো দৃশ্যমান উন্নয়ন-অর্জন বিএনপি বাংলাদেশকে দিতে পারেনি।

সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেওয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রী-এমপিসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম ও সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

  • শেয়ার করুন