৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৪৭

বিরল অসুখে ভুগছেন দক্ষিণী এ তারকা সামান্তা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে বড় ঝড় বয়ে যাচ্ছে।নাগার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন আড়ালে ছিলেন।পরে অভিনয়ে নিয়মিত হলেও অবসাদ গ্রাস করেছে তাকে।

 

সেই সঙ্গে বিরল অসুখে ভুগছেন দক্ষিণী এ তারকা। ভক্ত ও অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন। এ কঠিন সময়ে সামান্থার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেতারা।

 

চিরঞ্জীবী থেকে নাগা চৈতন্য, জুনিয়র এনটিআর থেকে অখিল আক্কিনেনি— সবাই সামান্থার স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

 

তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী সামান্থার আরোগ্য কামনা করে নেটমাধ্যমে লিখেছেন, প্রিয় স্যাম, আমাদের ভেতরকার শক্তিগুলোকে আবিষ্কারের সুযোগ দেওয়ার জন্য হয়তো নানা সময়ে নানা চ্যালেঞ্জ আসে। তুমি ভেতর থেকে খুবই শক্তিশালী মেয়ে। আমি নিশ্চিত, এই চ্যালেঞ্জকেও কাটিয়ে উঠবে, খুব শিগগির!’

 

চিরঞ্জীবী আরও লেখেন, ‘তোমার আরও সাহস ও প্রত্যয় কামনা করছি!’

 

প্রসঙ্গত, শনিবার ইনস্টাগ্রামে নিজের বাম হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি প্রকাশ করেন সামান্থা। ছবির নিচে নাতিদীর্ঘ ক্যাপশনে জানান— তিনি মায়োসাইটিস রোগে আক্রান্ত। এ ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বলিউডে।

 

সামান্থা পোস্টে জানান, তিনি যে মায়োসাইটিসে আক্রান্ত, সেটি কয়েক মাস আগেই জানতে পেরেছেন।

  • শেয়ার করুন