প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২
বিশ্বজয় বলে কথা। তাইতো মেসিদের উদযাপনও শেষ হচ্ছে না কিছুতেই। কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর বিশ্বকাপ খরা কাটিয়েছে দিয়াগো ম্যারাডোনার দেশ। দেশে দেশে এখন মেসি-ডি মারিয়াদের বন্দনা চলছে। তামাম ফুটবল দুনিয়ার চোখ এখন আর্জেন্টিনার দিকে। এবার সোনার ট্রফি নিয়ে কাতার থেকে নিজভূমে ফিরেছেন লিওনেল স্কালোনির শিষ্যরা। দোহা থেকে রোম হয়ে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে বুয়েন্স আয়ার্সে পৌঁছায় মেসিদের বহন করা বিমান।
সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরেছিলেন ম্যারাডোনা।