৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৪৪

বেগম খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রেখে সমাবেশ করেছে বিএনপি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রেখে সমাবেশ করেছে দলটি। আজ শনিবার ময়মনসিংহে বিভাগীয় সমাবেশের মঞ্চে একটি চেয়ার ফাঁকা রাখা হয়। চেয়ারটি সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয়।

এ প্রসঙ্গে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে আজকে মঞ্চে চেয়ারটি ফাঁকা রেখেছি।

এর আগে হাজার হাজার নেতাকর্মীর যোগদানের মধ্যদিয়ে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। শনিবার দুপুর ২টায় শুরুর কথা থাকলেও ১৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় সমাবেশ। পরে সোয়া ২টায় মঞ্চে ওঠেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • শেয়ার করুন