৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৩৬

ভিকি জাহেদের নতুন ওয়েব সিরিজে মেহজাবীন

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩

  • শেয়ার করুন

দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে মেহজাবীন চৌধুরী অভিনীত সিরিজ ‘আমি কী তুমি’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। ১৪ জুলাই সিরিজটির একটি লুক পোস্টার প্রকাশ হয়েছে, যেখানে অন্যরকম এক মেহজাবীনকে দেখা গেছে। পোস্টারের লুকে দেখা যায় অভিনেত্রীর কাজলে মাখা চোখ গড়িয়ে পানি পড়ছে। তার মুখে অক্সিজেন মাস্ক। মাথায় একগুচ্ছ ফুল।

নির্মাতা ভিকি জাহেদ জানান, সিরিজটি তৈরিতে ১৭ দিন শুটিং করেছেন। ‘তিনি বলেন, থ্রিলার ও হররের বাইরে রোমান্স ও ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি।’

অন্যদিকে সিরিজের পোস্টার ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনো শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগির আসছি আমরা।

অভিনেত্রীর এমন লুক সাড়া ফেলেছে নেটপাড়ায়। এই সিরিজে আর কেকে অভিনয় করছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

  • শেয়ার করুন