৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৫০

ভুট্টাক্ষেতে মিলল নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩

  • শেয়ার করুন

বগুড়ার শাজাহানপুরে ভুট্টার জমি থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নে রামপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ভুট্টা জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াজ আমরুল ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে। সে শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল রিয়াজ।

রিয়াজের মামা আবদুল হামিদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে রিয়াজ বাসা থেকে বের হয়। এরন পর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় গতকাল রোববার সকালে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন রিয়াজের মা। কিন্তু বিকেলেই তার মরদেহ মেলে।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রিয়াজ শনিবার থেকে নিখোঁজ ছিল। পরে রোববার সন্ধ্যায় স্থানীয়দের খবরে ভুট্টা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, মরদেহের বুকসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় হত্যার পর ঘাতকরা রিয়াজের মরদেহ জমিতে ফেলে যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

  • শেয়ার করুন