প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩
ভোটাধিকার হরন দিবসের বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন বলেন ভোটাধিকার হরন করে জনবিচ্ছিন্ন হয়ে হামলা মামলার পথ বেছে নিয়েছে সরকার,চাল ডাল তেল চিনি আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে গেছে কিন্তু দুর্নীতিবাজ মজুদদার সিন্ডিকেটরা ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল ব্যাংক খালি রিজার্ভ ঘাটতি দেশে যেন লুটপাটের মহা উৎসব চলছে একটি স্বাধীন দেশের এই ধরনের শাসন ব্যবস্থা বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত, দিনের ভোট রাতে অতীতের সকল স্বৈরশাসকদের হারমানিয়েছে বর্তমান সরকার। আমাদের মনে রাখতে হবে দেশের মালিক জনগণ তাই গণমানুষের অধিকার আদায়ের জন্য আমাদের রাজপথে লড়াই চালিয়ে যেতে হবে পিএনপির নেতা কর্মীদের সুসংগঠিত হতে হবে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সার্বভৌমত্ব রক্ষায় দেশের অত্যন্ত প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে।
০৫/০১/২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। উপস্থিত ছিলেন মহাসচিব আহমেদুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব টি.এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নুরুন্নবী প্রমুখ।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, স্বাধীনতার ৫২ বছর চলছে কিন্তু যে শাসক গোষ্ঠি ক্ষমতায় এসেছে বর্তমানে আছে কেউ জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই, করার জন্য চেষ্টাও করে নাই। সবাই স্বজনপ্রীতি আর নিজেদের আখের গোছানোর স্বপ্নের বিভোর হয়ে গণতন্ত্রের উপর কুঠারাঘাত করে জনগণকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। তাই তরুণ প্রজন্মকে দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, মানুষের ভোটের অধিকার, বাঁচার অধিকার কর্মের অধিকার কেড়ে নিয়ে ক্ষমতার মসনদ দখলের যে প্রতিযোগিতা চলছে সাধারণ মানুষের কোন কল্যাণ বয়ে আনবে না। এতে আমাদের জনগণের ভোটাধিকার জানমালের নিরাপত্তা ও পূর্ণ গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যেতে হবে। তাই দেশবাসীকে সাথে নিয়ে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বৃহত্তর ঐক্যের উদাত্ত আহ্বান জানান।