প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক আলোচনা সভায় মঞ্চে ওঠা নেতাদের মধ্যে দু-একজন ছাড়া অন্যদের নামিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল।
জানা গেছে, ওবায়দুল কাদেরের বক্তব্যের শেষের দিকে তার পেছনে নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় কেউ একজন পেছন থেকে কিছু বলার জন্য বারবার বলছিলেন। এতে একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সবাইকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
এ সময় ওবায়দুল কাদের মঞ্চের কয়েকজন নেতাকে বলেন, ‘হু আর ইউ? ডিক্টেটিং মি, গেট আউট… তোমরা এখানে দাঁড়ায়া আছ কেন? সব যাও, তোমরাও যাও। প্রেসিডেন্ট… সেক্রেটারি ছাড়া সব সরে যাও। কারো চেহারা দেখাতে হবে না।’
এ সময় অনেক নেতা মঞ্চের উপরে সামনের দিকে বসতে গেলে ওবায়দুল কাদের ডায়াস থেকে গিয়ে তাদের সরিয়ে দেন।