৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৪৩

মঞ্চ ভেঙে পড়ার পর মঞ্চে অনেক নেতা থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কাদের

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩

  • শেয়ার করুন

ছাত্রলীগের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ার পর মঞ্চে অনেক নেতা থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, আজকের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি বলব, এই যে নেতাদের মঞ্চে উঠা। এত নেতা আমার দরকার নেই। আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট কর্মী দরকার। এত নেতা আমাদের দরকার নেই।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো মঞ্চে গেলে, সামনে লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। কেন, এতো নেতা কেন। নেতা উৎপাদনে এতো বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখানা থাকুক। সেটাই হোক ছাত্রলীগ।এর আগে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাবেক নেতাকর্মীদের নিয়ে একটি মিলনমেলার আয়োজন করে সংগঠনটি। এই আয়োজনে ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে।

আজ শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

ওই সময় মঞ্চে উপস্থিত ছিলেন—ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

  • শেয়ার করুন