প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২
পল্লীর আভাস: ‘দর্শকদের ভালোবাসা জয় করেছে ‘অপারেশন সুন্দরবন’। সিনেমা মুক্তির প্রথম দিন (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে এসে এমন প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার দেশের ৩৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। মুক্তির প্রথম দিনেই হলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে দর্শকদের। এদিন রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে সশরীরে পরিদর্শন করেন সিনেমার কলাকুশলীরা, দর্শকদের সঙ্গে বসে নিজেদের সিনেমা উপভোগ করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি আরও বলেন, ‘আমাদের র্যাব ট্রুপস ও অফিসাররাও দুর্দান্ত কাজ করেছে। নানামাত্রিকতায় অপারেশনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। ছবিটি না দেখলে বোঝা যাবেনা আমাদের অফিসাররা কত চৌকস ও তারা কত পরিশ্রম করতে পারে। দর্শকরা ছবিটি গ্রহণ করেছে এটাই আমাদের বড় সাফল্য।’
‘অপারেশন সুন্দরবন’ নির্মাণের গল্প উল্লেখ করে বাংলাদেশ পুলিশের এই মহাপরিদর্শক (আইজিপি) বলেন, জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে পরিচিত সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অপারেশন শুরু করে র্যাব। অফিসার ও ট্রুপসদের দক্ষতা ও চৌকস অপারেশনের মাধ্যমে সুন্দরবনকে জলদস্যু মুক্ত করা হয়। আর সেই সাফল্যগাঁথা ফ্রেমে ফ্রেমে জাতির সামনে তুলে ধরার লক্ষ্যেই ‘অপারেশন সুন্দরবন’ বানানোর পরিকল্পনা করি। তবে, মাত্র একটি ছবিতে র্যাবের সাফল্য তুলে ধরা সম্ভব না।
আমি মনে করি, এই ছবিটি র্যাবের বহু সাফল্যের একটা অংশ। ছবিটি নির্মাণ পরিকল্পনার পরে দীপনকে বললাম তুমি সুন্দরবনে যাও, সেখানে থাকো, সেখানকার ভাওয়ালি, মধু সংগ্রহকারী, জেলেসহ সাধারণ মানুষের সাথে কথা বলো এবং সেসব নিয়ে স্ক্রিপ্ট করো। দীপন তাই করলো। স্বাধীনতার পর প্রায় চল্লিশ বছর যাবত জলদস্যুদের অভয়ারণ্য ছিলো সুন্দরবন। র্যাব সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার পাশাপাশি একটি গুণগত মানসম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে পেরেছে। এর আগে দীপংকর দীপনকে দিয়ে যখন ‘ঢাকা এটাক’ নির্মাণ করি তখন আমি পুলিশ কমিশনার। ছবিটি যখন মুক্তি পায় তখন আমি র্যাবের ডিজি। আর ‘অপারেশন সুন্দরবন’ বানানোর পরিকল্পনার সময় আমি র্যাবের ডিজি আর ছবিটি মুক্তির সময় আমি পুলিশের আইজি।’
এসময় আরও উপস্থিত ছিলেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের উপ পরিচালক মেজর রইসুল আযম, নির্মাতা অরুণ চৌধুরী, চয়নিকা চৌধুরী, অভিনেত্রী তানজিকা আমিন, এস এ হক অলিক, অভিনেত্রী ও নির্দেশক হৃদি হক, রায়হান রাফি ও ‘অপারেশন সুন্দরবন’ ছবির শিল্পী ও কলাকুশলীরা।