৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:৪২

মাদারীপুরের বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২

  • শেয়ার করুন

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদ পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ মাঝি মো. দুলাল ভূঁইয়ার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কয়ারিয়া এলাকার আড়িয়াল খাঁ নদের চরআলীমাবাদ নামক স্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত দুলাল উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের এচাহাক ভূইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দুলাল ভূইয়া গত রোববার রাতে একই গ্রামের আড়িয়াল খাঁ নদের ফকির বাড়ির সামনের খেয়া ঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে নদী পারাপারের উদ্দেশ্যে নৌকা ছেড়ে দেন। নৌকাটি নদের মাঝখানে পৌঁছলে এমবি আকলিমা -৭ নামের বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়। এতে করে নৌকাটি ডুবে যায়। পরে যাত্রীরা সাঁতার দিয়ে উপরে আসতে পারলেও নিখোঁজ হন মাঝি দুলাল ভূইয়া।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোমেন বলেন, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুলাল ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

  • শেয়ার করুন