প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২২
গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা রেলগেট এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।
একটি লাইনে ট্রেন চললেও এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।
টঙ্গী রেলওয়ে জংশনের ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেন টঙ্গী স্টেশনের আউটারে মধুমিতা রেলগেট এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও জানান, এখন শুধু একটি লাইনে ঢাকা থেকে টঙ্গীতে রেল চলছে। বগি উদ্ধারের জন্য ঢাকায় রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। বগি উদ্ধার করে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।