৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩৮

মির্জা ফখরুলরা গণতন্ত্রের কথা বলেন কেন:এসএম কামাল

প্রকাশিত: নভেম্বর ২, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হেসেন বলেছেন, ‘মির্জা ফখরুলরা গণতন্ত্রের কথা বলেন। কেন ১/১১ সৃষ্টি হলো? এর জন্য আওয়ামী লীগ দায়ী না বিএনপি? তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন তারেক রহমানের কারণে। তারা আজিজ মার্কা কমিশন করেছিলেন। গণতন্ত্র হত্যার জন্য বিএনপি দায়ী। ফখরুলের নেতা তারেক রহমান দায়ী। ভোট ডাকাতির কথা বলেন। ভোট ডাকাত বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করে ভোট ডাকাতি করেছে। সেনা আইন ভঙ্গ করে রাষ্ট্রপ্রতি হয়েছে, দল গঠন করেছেন। জনগণের তোরের মুখে বার বার পদত্যাগ করছেন। সেই দল বিএনপি।’

 

জাতীয় চার নেতার অন্যতম এম মনসুর আলী মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন ও ৩ নভেম্বর উপলক্ষে মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোটেক জাহাঙ্গীর কবির নানক। এতে বক্তব্য দেন— সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, সিরাজগঞ্জ জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেড কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু উউসুফ সূর্য, সিরাজগঞ্জ-১ আসনের এমপি প্রকৌশলী তানভির শাকিল জয়, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, যুবলীগের সভাপতি বিপ্লব, ছাত্রলীগের সভাপতি সায়েম তালুকদার প্রমুখ।

 

অনুষ্ঠানে শোকপ্রস্তাব পাঠ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণসভাটি রীতিমতো জনসভায় রূপ নেয়। উপজেলা পরিষদের মাঠ ছাড়াও রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে বক্তব্য শোনেন।

 

এসএম কামাল হোসেন বলেন, আজকের বিএনপির জন্য আন্দোলন করেন? বিএনপির বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির সংবাদ সম্মেলনে বললেন হাওয়া ভবনের কমিশনের কারণে বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। কানসাটের বিদ্যুতের জন্য আন্দোলন করার কারণে মানুষকে হত্যা করেছিলেন। লজ্জা করে না? মানুষের এককান কাটার মতো কথা বলেন, এবার দেশের মানুষ দুই কান কেটে দেবে।

 

তিনি বলেন, গণতন্ত্র তাদের জন্য নয়, যারা গণতন্ত্রকে হত্যা করে? বিজয়ের মাস ডিসেম্বর স্বাধীনতাবিরোধীদের পরাজিত করবো।

 

প্রকৌশলী তানভির শাকিল জয় বলেন, ৩ নভেম্বর জেলহত্যা শুধু হত্যাকাণ্ড নয়, এটা ছিল জাতির জনকের বাংলাদেশকে পিছনের দিকে ঢেলে দেওয়া। জাতীয় চার নেতা জেলখানায় প্রাণ দিয়ে প্রমাণ করেছেন তারা জীবনে-মরনে বঙ্গবন্ধুর সহচর ছিলেন।

  • শেয়ার করুন