১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৯

মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

আজ মঙ্গলবার এক শোক বিবৃতিতে তিনি মরহুম ড. আলাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এ দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক শোক বিবৃতিতে প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম ড. আলাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

উল্লেখ্য, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

  • শেয়ার করুন