প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে বিএনপির অভিযোগ তাদের পদযাত্রা কর্মসূচিতে অধিকাংশ স্থানে পুলিশ বাধা দিয়েছে এবং বিভিন্ন স্থানে পদযাত্রায় যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছেন।
এ সময় মুরাদনগর উপজেলা বিএনপির ১৩ জন নেতাকর্মী আহত হয়। বাধা উপেক্ষা করেও আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ২২টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পদযাত্রা করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে মুরাদনগর উপজেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে পদযাত্রা করে।
অপরদিকে উপজেলার কামাল্লা, শ্রীকাইল, আন্দিকোট, গাজিরহাট, ছালিয়াকান্দিসহ বেশ কিছু ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পদযাত্রায় পুলিশ পাহাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বিএনপির পদযাত্রা থেকে ফেস্টুন ও ব্যানার ছিনিয়ে নেয় এবং নেতাকর্মীদের পিটিয়ে আহত করে।
মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন অঞ্জন অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন স্থানের আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী পুলিশি পাহাড়ায় অতর্কিত হামলা করেছে। এতে তাদের অন্তত ১৩ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।