প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২
মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগায় তাপস চন্দ্র সরকার (৩৬) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মহানগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক তাপস ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের আনুমেশ চন্দ্র সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে নগরীর বলাশপুরের হাক্কানী মোড় এলাকায় অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালকের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে স্থানীয় আরও চার থেকে পাঁচজনকে নিয়ে অটোরিকশাচালককে মারধর করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই অটোরিকশাচালক মারা গেছেন। নিহতের পেছনের দিকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক শাহ কামাল আকন্দ বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।