৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১৫

যাত্রী চাপ বেড়েছে কমলাপুরে, সময়মতো ছাড়ছে ট্রেন

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৩

  • শেয়ার করুন

আজ বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। যদিও এর আগে থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে গত কয়েক দিনের তুলনায় আজ ভিড় বাড়ছে ট্রেনে।

কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, গত দুদিনের মতো বুধবারও ট্রেনে স্বস্তির সঙ্গে বসতে পেরেছেন যাত্রীরা। এদিনও কমলাপুর থেকে সঠিক সময়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে নির্ধারিত ট্রেন। সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের মধ্য দিয়ে শুরু হয়েছে এদিনের ঈদযাত্রা।

গত দুদিন যাত্রী চাপ কম থাকলেও সকাল থেকে প্রতিটি ট্রেনেই ছিল ভিড়। প্ল্যাটফর্মে ট্রেন আসামাত্রই হুমড়ি খেয়ে পড়ছেন যাত্রীরা। সবার চোখে-মুখে ছিল আনন্দের ঝিলিক।

মূলত সোমবার থেকে ট্রেনে শুরু হয় ঈদযাত্রা। যদিও প্রথম দিন কিছুটা ভোগান্তি পোহাতে হয় চট্টগ্রামের যাত্রীদের। দুর্ঘটনার কারণে এদিন বাতিল হয় সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা; আর দুই ঘণ্টা দেরিতে কমলাপুর ছাড়ে মহানগর প্রভাতী।

ঈদযাত্রায় প্রতিদিন ৩৪টি আন্তঃনগরসহ মোট ৫২টি ট্রেনে প্রায় ৪৬ হাজার মানুষ ঢাকা ছাড়ার কথা।

  • শেয়ার করুন