৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:০৩

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে রাজপরিবারের প্রধান কার্যালয় বাকিংহ্যাম প্যালেসে গিয়ে এ পদত্যাগপত্র জমা দেন।

 

এর আগে দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহ্যাম প্যালেসের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন তিনি। খবর বিবিসির।

 

ভাষণে লিজ ট্রাস বলেন, এই মহান দেশের প্রধানমন্ত্রী হওয়া আমার জন্য খুবই সম্মানের একটি ব্যাপার ছিল। এমন এক ঐতিহাসিক সময়ে আমি এ দায়িত্বে এসেছিলাম, যখন নিজের ৭০ বছর শাসনের মেয়াদ শেষ করে মহামান্য রানি প্রয়াত হয়েছেন এবং রাজা তৃতীয় চার্লস দেশের সিংহাসনে আসীন হয়েছেন। তিনি সবচেয়ে কম সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকলেও এটি তার জন্য বড় অর্জন।

 

তিনি নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

  • শেয়ার করুন