প্রকাশিত: জুন ২১, ২০২৩
মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা সংগীতশিল্পী হিসাবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্বপ্নীল সজীব। দেশটির লসঅ্যাঞ্জেলেস শহরে আয়োজিত ‘আনন্দমেলা’ নামে এক অনুষ্ঠানে বছরের সেরা রবীন্দ্রসংগীত শিল্পী হিসাবে মর্যাদাপূর্ণ ‘সার্টিফিকেট অব অ্যাক্সিলেন্স’-এ ভূষিত হয়েছেন তিনি।
তার হাতে এ সম্মাননার সার্টিফিকেট তুলে দেন লসঅ্যাঞ্জেলেন সিটি কাউন্সিলের সভাপতি পল কৃকরিনসহ সেখানকার স্থানীয় সংগঠনের সভাপতি ও চেয়ারম্যান। মূলত তরুণ রবীন্দ্রপ্রেমী হিসাবেই তাকে এ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।
এ প্রসঙ্গে স্বপ্নীল সজীব বলেন, ‘এ স্বীকৃতির জন্য আমি লসঅ্যাঞ্জেলেসের আনন্দমেলার কাছে কৃতজ্ঞ। এ অর্জনের জন্য আমি আমার অনুরাগী, পরিবার এবং পরামর্শদাতা বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতি ঋণী।’
উল্লেখ্য, সংগীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লসঅ্যাঞ্জেলেস শহর কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।