প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩
সরকারবিরোধী চলমান যুগপৎ আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা এবং কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে ‘কোর কমিটি’ গঠন করতে যাচ্ছে বিএনপি। এই কমিটিতে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট থেকে ২-৩ জন করে নেতা থাকবেন। পাশাপাশি এলডিপি ও গণফোরাম থেকেও প্রতিনিধি থাকবেন। এ ছাড়া শরিক সব জোট ও দলের প্রণীত দফাগুলোর সমন্বয়ে আন্দোলনের অভিন্ন ঘোষণাপত্রও প্রণয়ন হতে যাচ্ছে। এরই মধ্যে যৌথ ঘোষণাপত্রের একটা খসড়াও তৈরি করা হয়েছে। শরিক জোট ও দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই তা চূড়ান্ত করবে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলে তা ঘোষণা করা হতে পারে। গতকাল সোমবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠকে যুগপৎ আন্দোলনকে বেগবান করতে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে পবিত্র শবেমেরাজের কারণে ঢাকাসহ দেশব্যাপী মহানগরে অনুষ্ঠেয় পদযাত্রার কর্মসূচি একদিন পিছিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গতকাল রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সংসদীয় সভায় ‘নতুন রাষ্ট্রপতি’র মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘বোঝা গেল—প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান। একটা রেজ্যুলেশন নিয়ে বলা হলো যে, উনি (প্রধানমন্ত্রী) যাকে মনে করেন তাকে দেবেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমাদের রি-অ্যাকশন পরবর্তী সময়ে আমার দল থেকে দেওয়া হবে। তবে এটুকু বলতে পারি, একজন তন্ত্রের দেশে অনেক সম্ভব অসম্ভব হইতে পারে, আবার অনেক অসম্ভব সম্ভব হইতে পারে—সেই নিউজ এই দৃষ্টান্ত।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম বলেন, আগামীতে যুগপৎ ধারার আন্দোলনকে যুগপতের একটি কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে যুগপৎ আন্দোলনে রূপান্তরের ব্যাপারে আমরা আলোচনা করেছি।