প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২
রাজধানীর পান্থপথ সিগন্যাল সংলগ্ন একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, রাজধানীর পান্থপথ সিগন্যালের গোলাম মাওলা টাওয়ারের পঞ্চমতলা ভবনের পঞ্চমতলায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রাথমিকভাবে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।