৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:৪৭

রাজধানীর শ্যামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর শ্যামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) সকালে শ্যামপুরের জুরাইন খন্দকার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়াজ উদ্দিনকে নিয়ে আসা পথচারী মো. আল আমিন বলেন, জুরাইন খন্দকার রোড এলাকায় রাস্তা পারাপারের সময় সিরাজদিখান পরিবহন নামের একটি বাস তাকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুরাইন এলাকা থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

  • শেয়ার করুন